আসামে দু্ই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

উল্লেখ্য, এ মাসের শেষে দুই দেশের বিদ্যুৎ সচিব পর্যায়ের বৈঠক হবে ভারতের সিমলায় এবং জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে ঢাকায়। ওই দুটি বৈঠক ছাড়াও বাণিজ্য, নৌপরিবহনসহ অন্যান্য বৈঠক যা আগে হয়ে গেছে, সেগুলোর ফলাফল নিয়ে আলোচনা করবেন দুই মন্ত্রী।
গত ২৮ এপ্রিল ঢাকায় ঘুরে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। এর ঠিক এক মাস পর চলতি মে মাসের ২৮-২৯ তারিখে ভারতের আসামে নদী কনফারেন্সে যোগ দেবেন তিনি। সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও আমন্ত্রিত। আসামে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের কথা রয়েছে। এরপর দিল্লিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আনুষ্ঠানিক জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক নিয়ে আলোচনা চলছে।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের আগে জেসিসি বৈঠক হবে। তবে জেসিসি বৈঠকের আগে আরও কয়েকটি বৈঠকের কথা রয়েছে।
উল্লেখ্য, এ মাসের শেষে দুই দেশের বিদ্যুৎ সচিব পর্যায়ের বৈঠক হবে ভারতের সিমলায় এবং জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে ঢাকায়। ওই দুটি বৈঠক ছাড়াও বাণিজ্য, নৌপরিবহনসহ অন্যান্য বৈঠক যা আগে হয়ে গেছে, সেগুলোর ফলাফল নিয়ে আলোচনা করবেন দুই মন্ত্রী।
পররাষ্ট্র সচিব বলেন, জেসিসির তারিখ এখনও ঠিক হয়নি। এটি নিয়ে কথাবার্তা চলছে।
মে মাসে আসাম এবং জুন মাসে জেসিসি হলে সেটি হবে এ বছরে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে চার বার বৈঠক। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি হতেই পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো এবং এখন সোনালী অধ্যায় চলছে।’
উল্লেখ্য, এবছরের ফেব্রুয়ারিতে ফ্রান্সে ইন্দো-প্যাসিফিক ফোরাম অনুষ্ঠানের সাইডলাইনে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।