সময় সুযোগ থাকলে আমিও আউটসোর্সিং করতাম : পরিকল্পনামন্ত্রী
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৭, বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ২২ বৈশাখ ১৪২৯

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশের একটি জনগোষ্ঠী চাকরি ছেড়ে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে মাসে লক্ষাধিক টাকা উপার্জন করছে। আমার সেই সময় নেই, বয়স হয়ে গেছে। তা না হলে আমিও বাড়িতে বসে আউটসোর্সিং করতাম।
বৃহস্পতিবার দুপুরে যুব উন্নয়ন অধিদফতর আয়োজিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে দুই মাসব্যাপী বেসিক কম্পিউটার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশে এখন ঝড়ের গতিতে উন্নয়ন হচ্ছে। সুনামগঞ্জে প্রশিক্ষণের জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হয়েছে। প্রবাসে যেতে আগ্রহীদের জন্য টিডিসি হচ্ছে। সুনামগঞ্জ জেলার হাওর পাড়ের পিছিয়েপড়া মানুষকে কর্মদক্ষ করতে একাধিক মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার।’
বিষয়ঃ
ICT
মন্ত্রী কথন