দোহার-নবাবগঞ্জবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি সালমা ইসলামের

নবাবগঞ্জ প্রতিনিধি:
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, যেকোনো দুর্যোগময় মুহূর্তে দোহার-নবাবগঞ্জবাসীর পাশে ছিলাম, আগামী দিনেও থাকব ইনশাল্লাহ। প্রিয় দোহার নবাবগঞ্জবাসী আপনারা অবগত আছেন, প্রতিবছর শীত আসলে, অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি। এছাড়া ঈদে আপনাদের মুখে হাসি ফোটাতে শাড়ি-লুঙ্গি উপহার দিয়ে থাকি। সামনে ঈদ তাই এবারও আমাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার সামগ্রী, শাড়ি, চাল, সেমাই ও চিনি পাঠালাম।
শুক্রবার ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া, মুকসুদপুর, নারিশাসহ দোহার জয়পাড়া পৌরসভা এলাকায় হতদরিদ্র অসহায় মানুষের মাঝে জাতীয় পার্টির নেতাকর্মীদের মাধ্যমে ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় অডিও বার্তায় যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম এসব কথা বলেন।
তিনি উপস্থিত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান ও সবার সুস্থতা ও মঙ্গল কামনা করেন। বলেন, করোনার কারণে দীর্ঘসময় আপনাদের মাঝে আসতে পারি নাই। কিন্তু আপনাদের ভুলি নাই। আপনারা যাতে পরিবার পরিজন নিয়ে ঈদের দিনটি আনন্দে কাটাতে পারেন তার জন্য দোয়া করি। আপনার ও আমার ও আমার পরিবারে সবার জন্য দোয়া করবেন।
আমাদের হতাশ হলে চলবে না। পরিবার-পরিজনদের উন্নয়ন ও দেশের উন্নয়নের কথা ভেবে এগিয়ে যেতে হবে ও কাজ করতে হবে।
তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদের মাধ্যমে তার নিজস্ব অর্থায়নে কয়েক হাজার মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি, চাল, চিনি ও সেমাই বিতরণ করেন। এ সময় দোহার উপজেলা জাতীয় পাটি, ছাত্রসমাজ, যুবসংহতি, মহিলা পার্টি, কৃষক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।