সারা দেশে জেলা পরিষদের প্রশাসক হলেন যারা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৪১, বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ১৪ বৈশাখ ১৪২৮

সারা দেশে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। 

তাদের নিয়োগের প্রজ্ঞাপন আজ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সদ্য বিদায়ী জেলা পরিষদের চেয়ারম্যানদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।  নতুন জেলা পরিষদের প্রশাসকদের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে প্রজ্ঞাপনে।  

এর আগে বুধবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

স্থানীয় সরকার সচিব হেলালুদ্দীন আহমেদ প্রজ্ঞাপনের কথা নিশ্চিত করেছেন।

যারা জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন।twitter sharing button

Share This Article