সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৩৪, বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ১৪ বৈশাখ ১৪২৮

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বুধবার (২৭ এপ্রিল) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।

এতে ৯ যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে ৫ জন সিরিয়ান সেনা রয়েছে। এক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এই তথ্য জানিয়েছে।  

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ায় এক অস্ত্রভাণ্ডার এবং ইরানের সামরিক বাহিনীর উপস্থিতির সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকটি স্থাপনা ইসরায়লের লক্ষ্যবস্তু ছিল। 

সিরিয়ার সরকারি মিডিয়া ৫ জন হতাহতের মধ্যে ৪ জনের নিহতের খবর নিশ্চিত করেছে। তবে এ নিয়ে ইসরায়লের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বলছে, ইসরায়েলি শত্রু ভোরে বিমান হামলা চালিয়েছে... দামেস্কের কাছে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্যবস্তু ছিল। 
তদন্তে জানা গেছে ৪ সেনা নিহত হয়েছে এবং আরও ৩ জন আহত হয়েছে।  

Share This Article