করোনা আক্রান্ত কমলা হ্যারিস

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৫৩, বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ১৪ বৈশাখ ১৪২৮

আন্তর্জাতিক ডেস্ক: 

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ এপ্রিল) তার শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই। হোয়াইট হাউজের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ব্যাংকক পোস্ট।

 

এক বিবৃতিতে কমলা হ্যারিসের প্রেস সেক্রেটারি কার্স্টেন অ্যালেন বলেন, ‘আজ, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস র‌্যাপিড এবং পিসিআর পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তার শরীরে কোনো উপসর্গ নেই। তিনি আপাতত আইসোলেশনে থাকবেন এবং ভাইস প্রেসিডেন্টের বাসভবন থেকে কাজ চালিয়ে যাবেন।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে তিনি (হ্যারিস) প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফাস্ট লেডি ঝিল বাইডেনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করেননি। কারণ, তাদের ভ্রমণ সূচি আলাদা ছিল। করোনা নেগেটিভ হওয়ার পরই হোয়াইট হাউজে ফিরে আসবেন ভাইস প্রেসিডেন্ট।’

Share This Article