কবে আবিস্কার হবে এলিয়েন, জানালেন বিজ্ঞানীরা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৫১, রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ২১ মাঘ ১৪৩০

জেমস ওয়েব টেলিস্কোপ তৈরির পর থেকে মহাকাশের নতুন সব তথ্য ও ছবি ধরা পড়ছে আমাদের কাছে। তবে এখনো মেলেনি প্রাণের কোনো সন্ধান। তবেআগামী ২০ বছরের মধ্যে মহাবিশ্বের কোনো গ্রহে প্রাণের সন্ধান মিলতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন ইউরোপিয়ান এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ (ইএলটি) দুই দশকের মধ্যে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব আবিস্কারে ইতিবাচক ফল আসতে পারে।

সম্প্রতি ‘প্রক্সিমা সেনটরি বি’ এর মতো বসবাসযোগ্য গ্রহের সন্ধান মেমলার পর আশাবাদী হয়ে উঠেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, জীবন ধারণের জন্য যা প্রয়োজন, আমাদের সোলার সিস্টেমের বাইরের এই গ্রহের সবকিছুই রয়েছে।  

২০৩০ এর দশকে মহাকাশ বিজ্ঞানীরা আরও অনেক কিছু জানতে পারবেন। তারা এসব গ্রহ নিয়ে গবেষণা করছেন। এগুলোর ভর, আকৃতি, ঘূর্ণনের সময় সম্পর্কে ধারণা নিচ্ছেন।  

জেমস ওয়েব টেলিস্কোপ থেকে পাওয়া তথ্য নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে। ইএলটি টেলিস্কোপ সেই গবেষণাকে আরও বিস্তৃতি করবে। গ্রহের সিগনাল রেশিওসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এটা থেকে।

বিষয়ঃ আবিষ্কার

Share This Article